ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

উল্লাপাড়ায় ১৪ মাদকসেবীর কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৮
উল্লাপাড়ায় ১৪ মাদকসেবীর কারাদণ্ড

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১৪ মাদকসেবীকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (০৩ ডিসেম্বর) বেলা ১২টার দিকে র‌্যাব-১২ সিরাজগঞ্জের কমান্ডার অতিরক্ত পুলিশ সুপার মো. সাকিবুল ইসলাম খান সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানান।

এরআগে, রোববার (০২ ডিসেম্বর) রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান এ দণ্ড দেন।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন- উল্লাপাড়া উপজেলার চাঁদপুর গ্রামের মো. রাসেল (২৯), ভদ্রকোল গ্রামের মো. মাহমুদুল (২৩), মোহনপুর গ্রামের মো. চয়ন (২২), এলংজানি এলাকার মো. বাবু (২৫), ভট্টকাওয়াক এলাকার মো. মমিন (৩৫) ও মো. এবাদ আলী (৪২), সিংহগাঁতী এলাকার মো. মনিরুল (৩৫) ও মো. সাইদুল ইসলাম (২৭), ইসলামপুর গ্রামের মো. নুর আলম হোসাইন (২৫), নতুন দাদপুর গ্রামের মো. শান্ত মিয়া (২৯), গুচ্ছগ্রামের মো. জসিম উদ্দিন (২৫), শ্যামলীপাড়া এলাকার মো. আব্দুল মালেক (২০), নাগরুহা গ্রামের মো. রবি (২২) এবং শাহজাদাপুর উপজেলার নগরডালা গ্রামের মো. আরিফুল ইসলাম (২৩)।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার বিকেলে র‌্যাবের একটি দল উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালায়। অভিযানকালে ১৪ মাদকসেবীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক প্রত্যেককে দুই মাস করে কারাদণ্ডাদেশ দেন। সোমবার সকালে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।