ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৮
কুড়িগ্রামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভা এলাকায় ধানক্ষেত থেকে মোকলেছুর রহমান (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (৩ ডিসেম্বর) দুপুরে পৌরসভার হীরারখামার গ্রামের হোকডাঙ্গা বিলের পার্শ্ববর্তী একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  মোকলেছুর কচাকাটা কাশেম বাজারের ফজলুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোকলেছুর ছোটবেলা থেকে নাগেশ্বরী পৌরসভার হীরারখামার গ্রামে তার নানী আম্বিয়া খাতুনের কাছে থাকতো। রোববার (২ ডিসেম্বর) সন্ধ্যায় টেলিভিশন দেখার কথা বলে সে বাড়ি থেকে ৫০ টাকা নিয়ে বের হয়ে রাতে আর বাড়ি ফেরেনি। পরে স্বজনরা অনেক খোঁজাখুজি করে তাকে পায়নি।  

সোমবার সকালে বাড়ির পার্শ্ববর্তী হোকডাঙ্গা বিলের পাশে একটি ধানক্ষেতে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।  

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই) সারওয়ার পারভেজ বাংলানিউজকে বলেন, সোমবার দুপুরে মোকলেছুরের মামাতো ভাই শহিদুল ইসলাম (২৫) বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি উল্লেখ করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৮
এফইএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।