ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মন্ত্রিসভাকে বিদায় জানালেন প্রধানমন্ত্রী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৯ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৮
মন্ত্রিসভাকে বিদায় জানালেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিআইডি

ঢাকা: মন্ত্রিসভা থেকে অনানুষ্ঠানিকভাবে বিদায় নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (০৩ ডিসেম্বর) অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে তিনি এমনটাই বলেন। 

শেখ হাসিনা বলেন, আজ (সোমবার) আমাদের (মন্ত্রিসভা) শেষ বৈঠক। এরপর মন্ত্রিসভার আর কোনো বৈঠক হবে না।

সবাই নিজ নিজ এলাকায় চলে যাবেন নির্বাচনী কাজে। আর দেখা হবে না। আগামীতে জনগণ যাকে ভোট দেবে অর্থাৎ জনগণ কাকে ভোট দেবে এটা তারাই জানেন।  
 
‘পরবর্তীতে নতুন সংসদ হবে, নতুন কেবিনেট হবে, সেখানে কারা আসবে সেটা তো এখনই বলা যায় না, সবাই ভালো থাকবেন। আমরা এক সঙ্গে কাজ করেছি। সবাইকে ধন্যবাদ। ’
 
বৈঠক শেষে সেখানে অংশ নেওয়া একাধিক মন্ত্রীর সঙ্গে কথা বলে এমনটা জানা গেছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুপুরে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে অন্যান্য দিনের মতোই স্বাভাবিক, হাসি-খুশি ও উৎফুল্ল ছিলেন। তিনি যখন মন্ত্রিসভার সব সদস্যকে অনানুষ্ঠানিক বিদায় জানান তখন জাতীয় পার্টির এমপি এবং মন্ত্রিসভার অন্যতম সদস্য শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।   

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে শ্রমপ্রতিমন্ত্রী বলেন, সন্তুষ্টি নিয়ে যাচ্ছি, খুব ভালো লাগছে। আমি অন্য দল থেকে মন্ত্রিসভায় ছিলাম। আপনার সহযোগিতা নিয়ে কাজ করেছি। আপনার মতো রাষ্ট্র নায়কের সঙ্গে কাজ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।

এদিকে বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, মন্ত্রিসভার এই বৈঠক ছিল এ বছরের ৩৫তম ও বর্তমান সরকারের ২০২তম বৈঠক।
 
শেষ বৈঠকে ১০টি অ্যাজেন্ডা ছিল। এ বৈঠকে সাংবাদিকদের জন্য গঠিত নবম ওয়েজ বোর্ডের সুপারিশ বাস্তবায়নে মন্ত্রিসভা কমিটি গঠন করে দেওয়া ছাড়াও চারটি আইন এবং একটি অধ্যাদেশের সংশোধনী অনুমোদন এসেছে।
 
বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৮/আপডেট: ২১০৩ ঘণ্টা
এসকে/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।