ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ট্রেন লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৭ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৮
ট্রেন লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ লাইনচ্যুত বগি। ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে জামতৈল রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

জামতৈল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. মারফিন হাসান বাংলানিউজকে জানান, বঙ্গবন্ধু সেতু রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা বিইআই-২ ডাউন নামের মালবাহী একটি ট্রেন ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে যাচ্ছিল।

ট্রেনটি জামতৈল রেলওয়ে স্টেশন থেকে ছাড়ার প্রায় ৫০০ মিটার দূরে গেলে ট্রেনটির পেছন থেকে চার নম্বর বগিটি লাইনচ্যুত হয়।  

এ ঘটনায় ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রেলওয়ের কন্ট্রোলকে বিষয়টি অবহিত করা হয়েছে। লাইনচ্যুত বগিটি উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।