ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বগুড়ায় সংসদ সদস্য প্রার্থী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২০ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৮
বগুড়ায় সংসদ সদস্য প্রার্থী গ্রেফতার ......

বগুড়া: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) দলীয় প্রার্থী আব্দুল কাদের জিলানীকে গ্রেফতার করেছে পুলিশ। জিলানী দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য বলে জানা গেছে।

সোমবার (০৩ ডিসেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আদমদীঘি উপজেলার পশ্চিম সিংড়া গ্রামের বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। তিনি একই গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।

দিবাগত রাত ১২ টার দিকে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গ্রেফতারকৃত আব্দুল কাদের জিলানী একজন আদম ব্যবসায়ী ছিলেন। বিদেশে পাঠানোর নামে অর্থ আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে ২০০৫ সালে নওগাঁ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। সে মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

তিনি বলেন, 'ঘটনার পর থেকেই আব্দুল কাদের জিলানী পলাতক ছিলেন। তবে নির্বাচনে প্রার্থী হয়ে তিনি এলাকায় আসেন। মনোনয়নপত্র জমা দেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে সেই গ্রেফতারি পরোয়ানামূলে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। '

বাংলাদেশ সময়: ০২২২ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৮
এমবিএইচ/এইচএমএস/এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।