ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রসিকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৯ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৮
রসিকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি রসিকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি, ছবি: বাংলানিউজ

রংপুর: রংপুর সিটি করপোরেশনের বস্তি উন্নয়ন শাখার প্রজেক্ট কর্মকর্তাকে লাঞ্ছিত করার প্রতিবাদে পাঁচ ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন সিটির কর্মকর্তা ও কর্মচারীরা।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) দুপুরে নগরভবনে ১১নং ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবেদীন লুথুর হাতে লাঞ্ছিত হন বস্তি উন্নয়ন শাখার প্রজেক্ট কর্মকর্তা সেলিম মিয়া। এ ঘটনায় সুষ্ঠু তদন্তসহ বিচারের দাবিতে বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরত পালন করেন।

বুধবারের (৫ ডিসেম্বর) মধ্যে সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত কাউন্সিলরের ব্যাপারে কার্যকরী পদক্ষেপ নেওয়া না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারী দেয় কর্মকর্তা-কর্মচারীরা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বস্তি উন্নয়ন শাখায় কমিউনিটি অর্গানাইজার পদে জনবল নিয়োগ প্রসঙ্গে কথা বলার জন্য সেলিম মিয়াকে নিজ কক্ষে ডেকে নেন কাউন্সিলর জয়নাল আবেদীন লুথু। তার ব্যক্তিগত লোককে নিয়োগ নিয়ে দেওয়ার ব্যাপারে অনীহা দেখালে উত্তেজিত হয়ে ওই কর্মকর্তাকে লাঞ্ছিত করেন কাউন্সিলর।

এ সময় অন্য কর্মচারীরা বাধা দিলে তাদের হুমকি দিয়ে কক্ষ থেকে বেরিয়ে যান। এ ঘটনায় সিটির কর্মকর্তা-কর্মচারীরা তত্ত্বাবধায়ক প্রকৌশলী এমদাদ হোসেনের কক্ষে আলোচনা করে কর্মবিরতির ঘোষণা দেন। এসময় তত্ত্বাবধায়ক প্রকৌশলী এমদাদ হোসেন, প্রকৌশলী আজম আলী, কর শাখার প্রধান সাইফুল ইসলামসহ রসিকের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে বুধবারের মধ্যে ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত কাউন্সিলরের ব্যাপারে পদক্ষেপ না নেওয়া হলে নতুন কর্মসূচি ঘোষণা দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীরা।

এ ব্যাপারে কাউন্সিলর জয়নাল আবেদীন লুথুকে কয়েকবার কল দেওয়া হলে তা বন্ধ পাওয়া যায়।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।