ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ২ ট্রাকের সংঘর্ষে নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৮
গাজীপুরে ২ ট্রাকের সংঘর্ষে নিহত ২

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় দুই ট্রাকের সংষর্ষে দুইজন ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।

শনিবার (২২ ডিসেম্বর) ভোরে উপজেলার স্কয়ার ফার্মাসিউটিকেল কারখানার সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রংপুর সদর থানার কলেজপাড়া এলাকার দুলাল মিয়ার ছেলে ট্রাকচালক মিজান (২৮) এবং টাঙ্গাইলের সখিপুর থানার হাতিয়া রাজাবাড়ি এলাকার কেবর উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন (২৩)।

মির্জাপুর গোড়াই হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তারিফুজ্জামান বাংলানিউজকে জানান, উপজেলার স্কয়ার ফার্মাসিউটিকেল কারখানার সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বালুভর্তি একটি ট্রাক বিকল হয়ে পড়ে। পরে ট্রাকটির নিচে জগ লাগিয়ে ওই ট্রাকের চালক টায়ার বদলাতে তার নিচে যায়। এসময় টাঙ্গাইলগামী আরেকটি সিমেন্টভর্তি ট্রাক বালুভর্তি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছন ধাক্কা দেয়। এতে সিমেন্টভর্তি ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিমেন্টভর্তি ট্রাকচালক মিজানের মৃত্যু হয়। এ ঘটনায় দাঁড়িয়ে থাকা ট্রাকচালক দেলোয়ারসহ আরো দু’জনকে মির্জাপুর কুমুদীনী হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ট্রাকচালক দেলোয়ারের মৃত্যু হয়।  

বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৮
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।