ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিলেটে গ্যাস লাইনে বিস্ফোরণ, আহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৮
সিলেটে গ্যাস লাইনে বিস্ফোরণ, আহত ১ ঘটনাস্থলে ভিড় করছেন সাধারণ মানুষ, ছবি: বাংলানিউজ

সিলেট: সিলেট নগরের মজুমদারী এলাকায় গ্যাসের পাইপ লাইনে বিস্ফোরণে পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তি আহত হয়েছেন।

বুধবার (২৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মজুমদারী এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মজুমদারী এলাকার প্রধান সড়কে হঠাৎ বিকট শব্দে গ্যাস লাইনে বিস্ফোরণ ঘটে।

এতে মুহূর্তের মধ্যেই এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে জালালাবাদ গ্যাসের উত্তর অঞ্চলের কর্মীরা ও স্থানীয় ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী ঘটনাস্থলে আসেন।

জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন ডিস্ট্রি্বিউশন অ্যান্ড সিস্টেমস লিমিটেডের পাইপ লাইন শাখার জেনারেল ম্যানেজার (জিএম) আব্দুল মুমিন বাংলানিউজকে বলেন, গ্যাসের পাইপ লাইনে ছিদ্র থাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। জরুরি মেরামতের জন্য এক্সপার্ট টিম ডেকে পাঠানো হয়েছে। আপাতত ঘটনাস্থল ও আশপাশ এলাকার গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। মেরামতের পর গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৮
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।