ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফেনীতে পরোয়ানাভুক্ত-সাজাপ্রাপ্ত ২৫ আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৮
ফেনীতে পরোয়ানাভুক্ত-সাজাপ্রাপ্ত ২৫ আসামি গ্রেফতার

ফেনী: ফেনীর বিভিন্ন উপজেলা থেকে গ্রেফতার পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত ২৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) দিনগত রাত থেকে শুক্রবার (২৮ ডিসেম্বর) সকাল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
 
ফেনী জেলা পুলিশ সুপার কন্ট্রোলরুমের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মোস্তফা বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার দিনগত রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত ফেনী শহর ও জেলার ৬টি উপজেলায় অভিযান চালিয়ে ২০ গ্রেফতার পরোয়ানা এবং পাঁচজন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার করা হয়েছে।

আটকদের মধ্যে রয়েছে ফেনী সদর উপজেলার ১০ জন, ছাগলনাইয়ার পাঁচজন, ফুলগাজীর তিনজন, পরশুরামের তিনজন, দাগনভূঞাঁর দুইজন ও সোনাগাজীর দুইজন। এছাড়া সন্দেহভাজন আরও দুইজনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৮
এসএইচডি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।