ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বিজয়নগরে প্রীতম-জামান টাওয়ারে আগুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৮
বিজয়নগরে প্রীতম-জামান টাওয়ারে আগুন জামান টাওয়ারে আগুন, ছবি: ডিএইচ বাদল

ঢাকা: রাজধানীর বিজয়নগরে প্রীতম-জামান টাওয়ারে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।

শুক্রবার (২৮ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে ১৬তলা ভবনটির ১০ম তলায় ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআরএল) কার্যালয় থেকে আগুনের সূত্রপাত ঘটে।

আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের সহকারী পরিচালক মামুন মাহমুদ জানান, ভবনটি থেকে ১২ জনকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ৩ জনকে ১১ তলা থেকে বাকি ৯ জনকে ছাদ থেকে উদ্ধার করা হয়। এখনো তিনজন ছাদে আটকে আছেন, তাদের উদ্ধারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৮/আপডেট: ১৬৪০ ঘণ্টা
এজেডএস/জিসিজি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।