ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজধানীতে কারের ধাক্কায় প্রাণ গেলো খুদে শিশুর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৮
রাজধানীতে কারের ধাক্কায় প্রাণ গেলো খুদে শিশুর

ঢাকা: রাজধানীর রামপুরা ওয়াবদা রোডে প্রাইভেট কারের ধাক্কায় হাফসা হাসান (০৫) নামে এক শিশু নিহত হয়েছে।

শুক্রবার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ওয়াবদা রোডের পারহাউসের ভেতরে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়।

এখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সোয়া ৬টায় খুদে শিশুটির মৃত্যু হয়।

শিশুটির মা রুমানা আক্তার বাংলানিউজকে বলেন, বিকেলে বাচ্চাদের সঙ্গে পারহাউসের ভেতরের মাঠে খেলছিল হাফসা। তখন দৌড়াদৌড়ি করে খেলার সময় মাঠের পাশের একটি ছোট রাস্তায় চলে গেলে একটি প্রাইভেট কার এসে তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় সে। পরে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শিশুটির বাবার নাম স্বপন মিয়া। বাবা-মায়ের সঙ্গে সে ওই এলাকাতেই থাকতো। দুই ভাইবোনের মধ্যে ছোট সে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বাংলানিউজকে বলেন, প্রাইভেট কারের ধাক্কায় নিহত শিশু হাফসার মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৮
এজেডএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।