ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজধানীর গ্রিন রোডের সড়ক দুর্ঘটনায় নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
রাজধানীর গ্রিন রোডের সড়ক দুর্ঘটনায় নিহত ১

ঢাকা: রাজধানীর গ্রিন রোডের পিকআপ ভ্যানের ধাক্কায় আবদুল মান্নান (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শনিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। নিহত মান্নান দুই সন্তান, নাতনি ও স্ত্রীকে নিয়ে গ্রিন রোডের ৩১ নম্বর বাসায় ভাড়া থাকতেন।



নিহত ব্যক্তির ছেলে মো. মানিক বাংলানিউজকে বলেন, বেলা ১২টার দিকে তার বাবা মান্নান চার বছরের নাতনি নিয়ে দুপুরে বাসা থেকে বের হন। পরে বাসার অদূরে গ্রিন রোডের মোড়ে রাস্তা পার হওয়ার সময় একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে পাশের গ্রিন লাইফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে সন্ধ্যার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ি ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।