ঢাকা, শুক্রবার, ১৯ আশ্বিন ১৪৩১, ০৪ অক্টোবর ২০২৪, ০০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ নিহত ২

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন। 

সোমবার (৩১ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন বরজু মিয়া (৮০) ও রাফিজা বেগম (২৫)।

 

স্থানীয়রা জানায়, রামপুর গ্রামের অ্যাডভোকেট জাহাঙ্গীর মিয়া ও মেরাজ মিয়ার মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বিকেলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।  

প্রত্যক্ষদর্শীরা জানায়, রামপুর গ্রামে জমিতে কাজ করছিলেন বরজু মিয়া। এসময় প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর একই গ্রামের দরবেশ মিয়ার মেয়ে রাফিজার (২৫) ওপর হামলা চালালে তিনিও মারা যান। পরে দু’পক্ষের মধ্যে সংর্ঘষ বেধে গেলে অন্তত ১০ জন আহত হয়। আহতদের মধ্যে হিরন মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সরাইল- আশুগঞ্জ এবং নাসিরনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান ফকির বলেন, পূর্ব বিরোধের জের ধরে এ হতাহতের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে ফের সংর্ঘষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮ /আপডেট: ১৯২৩ ঘণ্টা
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।