ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জয় বাংলা গানের শিল্পীরা পাচ্ছেন লাখ টাকা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৪ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৯
জয় বাংলা গানের শিল্পীরা পাচ্ছেন লাখ টাকা 

ব্রাহ্মণবাড়িয়া: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রচারণা গান ‘জয় বাংলা, জিতবে আবার নৌকা’র শিল্পীদের নগদ এক লাখ টাকা দেবে আখাউড়া উপজেলা যুবলীগ। 

সোমবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় আইনমন্ত্রী আনিসুল হকের নির্দেশে যুবলীগ এ সিদ্ধান্ত নেয়।

জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য আনিসুল হক নির্বাচনে জয়লাভের পর বিকেলে আখাউড়া আসেন।

তিনি দলীয় ও পৌরসভা কার্যালয়ে স্থানীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় গানটির অনেক প্রশংসা শুনে মন্ত্রী ওই গানের শিল্পীদের জন্য কিছু করার নির্দেশনা দেন।  

পৌর যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল নগদ এক লাখ টাকা দেয়ায় ঘোষণা দেন।

উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন বাবুল বিষয়টি নিশ্চিত করে জানান, শিগগিরই তাদের এ টাকা দেয়া হবে।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।