ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নাটোরে দুই মোটরসাইকেল আরোহী নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৯ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৯
নাটোরে দুই মোটরসাইকেল আরোহী নিহত মোটরসাইকেল আরোহী নিহত

নাটোর : নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া এলাকায় গাছের সাথে ধাক্কা লেগে দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও এক আরোহী।

সোমবার (৩১ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ১১ টার দিকে ওয়ালিয়া- ফুলবাড়ি রোডের শিমুলতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বাগাতিপাড়া উপজেলার শেখপাড়া গ্রামের শাহ আলমের ছেলে জালাল উদ্দিন (২৬) ও লালপুর উপজেলার ধুপইল গ্রামের মাজরুল ইসলামের ছেলে শরিফ (২৪)।

আর আহত হয়েছেন একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে হাফিজুর রহমান (২৫)।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. নজরুল ইসলাম জুয়েল এতথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সোমবার দিনগত রাত সাড়ে ১১ টার দিকে জালাল, শরিফ ও হাফিজুর  তিনজন মিলে একই মোটরসাইকেলে করে ওয়ালিয়া বাজার থেকে ধুপইল গ্রামে যাচ্ছিলেন।

পথে ওয়ালিয়া- ফুলবাড়ি রোডের শিমুলতলা মোড়ে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খেঁজুর গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই জালাল ও শরিফ নিহত হন। আর গুরুতর আহত অবস্থায় হাফিজুরকে স্থানীয়রা উদ্ধার করে লালপুর উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন।

বাংলাদেশ সময়: ০১১০ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৯
এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।