ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হাতীবান্ধায় ট্রাকচাপায় ব্যাংক ব্যবস্থাপক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৯
হাতীবান্ধায় ট্রাকচাপায় ব্যাংক ব্যবস্থাপক নিহত

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা শহরের আমতলা এলাকায় ট্রাকের চাপায় শাহিন সাহেদ (৩৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি হাতীবান্ধা প্রাইম ব্যাংকের শাখা ব্যবস্থাপক।

মঙ্গলবার(১ জানুয়ারী) বেলা সাড়ে ১১টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মৃত শাহিন সাহেদ জয়পুরহাট জেলার চক গোপাল এলাকার মৃত শামছুদ্দিনের ছেলে।

 

পুলিশ জানায়, সকালে মোটরসাইকেলে করে অফিসে যাচ্ছিলেন শাহিন। পথে আমতলা এলাকায় বুড়িমারীগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।  

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বাংলানিউজকে জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা ধাওয়া করলে ট্রাক ফেলে চালক পালিয়ে গেছে। পরে ট্রাকটি জব্দ করে হাতীবান্ধা থানা পুলিশ।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।