ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় বাড়ছে শীতের তীব্রতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৯
চুয়াডাঙ্গায় বাড়ছে শীতের তীব্রতা ঠাণ্ডা বাতাসে যুবুথুবু সাধারণ মানুষ। ছবি: বাংলানিউজ

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় প্রতিদিনই বাড়ছে শীতের তীব্রতা। ঠাণ্ডা বাতাসে যুবুথুবু হয়ে পড়ছে সাধারণ মানুষ। 

বুধবার (২ জানুয়ারি) সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।  

শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ।

তাদের স্বাভাবিক কাজ-কর্ম ব্যহত হচ্ছে। অপরদিকে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে প্রতিদিনই হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা।  

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক সামাদুল হক বাংলানিউজকে বলেন, তাপমাত্রার পারদ কিছুটা বাড়লেও শীতল হাওয়া বয়ে যাওয়ায় শীতের মাত্রা বেশি অনুভূত হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।