ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শেখ হাসিনাকে বিএফএসএ নেতাদের অভিনন্দন 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৯
শেখ হাসিনাকে বিএফএসএ নেতাদের অভিনন্দন  শেখ হাসিনাকে বিএফএসএ নেতাদের অভিনন্দন-ছবি-বাংলানিউজ

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশন (বিএফএসএ)। 

বুধবার (২ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো  হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মঙ্গলবার (১ জানুয়ারি) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএফএসএ’র নেতারা অভিনন্দন জানান।

এসময় পররাষ্ট্র সচিব এম শহীদুল হক, বিএফএসএ ভারপ্রাপ্ত  প্রেসিডেন্ট রাষ্ট্রদূত মাসুদ মাহমুদ খন্দকার, ভাইস প্রেসিডেন্ট (দ্বিতীয়) নাহিদা সোবহান, জেনারেল সেক্রেটারি খোরশেদ খাস্তগীর, চীফ অব প্রটোকল একেএম শহীদুল করিম, মহাপরিচালক (প্রশাসন) নোমান চৌধুরী উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ২ জানুয়ারি, ২০১৯
টিআর/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।