ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খুলনায় ইউপি চেয়ারম্যানকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ 

ব্যুরো এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩১ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৯
খুলনায় ইউপি চেয়ারম্যানকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ 

খুলনা: খুলনার ডুমুরিয়া উপজেলার মাগুরঘোনা পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আবুল হোসেনকে লক্ষ্য করে বোমা হামলা হয়েছে। বুধবার (২ জানুয়ারি) রাতে এ হামলার ঘটনা ঘটে। 

মাগুরঘুনা ক্যাম্পের ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) জাকারিয়া বাংলানিউজকে জানান, সন্ধ্যায় ১৮ মাইল নামক স্থানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা শেষ করে চেয়ারম্যান আবুল হোসেন মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। রাত ৯টার দিকে তিনি বাড়ির গেটের সামনে পৌঁছা মাত্রই দুষ্কৃতিকারীরা তাকে লক্ষ্য করে তিনটি বোমা নিক্ষেপ করে।

এর মধ্যে দু’টি অবিস্ফোরিত থাকলেও একটি বিস্ফোরিত হয়ে তার মোটরসাইকেলটি ক্ষতিগ্রস্ত হয়। তবে চেয়ারম্যান আবুল হোসেন অক্ষত রয়েছেন।

বাংলাদেশ সময়: ০১২৭ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৯ 
এমআরএম/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।