ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জোর ইজতেমা ময়দানে সংঘর্ষের ঘটনায় আহত আরেকজনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৯ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৯
জোর ইজতেমা ময়দানে সংঘর্ষের ঘটনায় আহত আরেকজনের মৃত্যু

ঢাকা: গাজীপুরের টঙ্গীতে জোড় ইজতেমা ময়দানে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত শামসুদ্দিন বেলাল (৫৫) নামে আরো এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (২ জানুয়ারি) দিনগত রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।
 
নিহত বেলাল নোয়াখালী সদর উপজেলার লক্ষ্মীনারায়ণপুর গ্রামের বাসিন্দা ছিলেন।


 
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, গত ১ ডিসেম্বরে ইজতেমার ময়দানে দুই গ্রুপের সংঘর্ষেন সময় বেলাল আহত হয়। ওই দিনই তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে বেলালের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তিনি মারা যান।
 
বেলালের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান পরিদর্শক বাচ্চু মিয়া।
 
বাংলাদেশ সময়: ০৪০৫ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৮
এজেডএস/পিএম/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।