ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সুন্দরবন থেকে হরিণ শিকারের ফাঁদ জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৯
সুন্দরবন থেকে হরিণ শিকারের ফাঁদ জব্দ

বাগেরহাট: পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের চরখালী এলাকা থেকে এক হাজার ফুট হরিণ শিকারের ফাঁদ জব্দ করেছে বনরক্ষীরা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে ফাঁদগুলো জব্দ করা হয়। জব্দ হওয়া ফাঁদ শরণখোলা রেঞ্জ কার্যালয়ে আনা হয়।

 

শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. জয়নাল আবেদিন বাংলানিউজকে বলেন, একদল হরিণ শিকারি ট্রলারযোগে বনের ভেতরে ঢুকে ফাঁদ পেতেছে এমন খবরের ভিত্তিতে সকালে ওই এলাকায় বন বিভাগের দু’টি টিম অভিযান চালায়। এসময় বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে হরিণ শিকারিরা পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে সাত বান্ডিলে এক হাজার ফুট হরিণ শিকারের ফাঁদ জব্দ করা হয়। ফাঁদগুলো রেঞ্জ কার্যালয়ে আনা হয়েছে।

হরিণ শিকারিদের আটকের জন্য ওই এলাকায় অভিযান অব্যাহত রাখা হয়েছে বলেও জানান সহকারী এ বন সংরক্ষক।

বাংলাদেশ  সময়: ১৪৪০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।