ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শেখ হাসিনাকে আমিরাতের প্রেসিডেন্টসহ ৩ নেতার শুভেচ্ছা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৫ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৯
শেখ হাসিনাকে আমিরাতের প্রেসিডেন্টসহ ৩ নেতার শুভেচ্ছা খলিফা বিন জায়েদ আল নাহিয়ান, মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আলাদা আলাদা বার্তায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট খলিফা বিন জায়েদ আল নাহিয়ানসহ তিন শীর্ষস্থানীয় নেতা।

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) প্রেসিডেন্ট ছাড়া আরও শুভেচ্ছা জানান সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম, আবুধাবির ক্রাউন প্রিন্স ও সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

আলাদা আলাদা বার্তায় এ শুভেচ্ছা ও অভিনন্দন জানান তারা।

একভাবে ২৫৭ ও জোটগতভাবে ২৮৮ আসন নিয়ে সরকার গঠন করছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৮
এমইউএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।