ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীসহ ৪ নারী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১২ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৯
মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীসহ ৪ নারী শেখ হাসিনা-দীপু মনি-বেগম মন্নুজান সুফিয়ান-বেগম হাবিবুন নাহার

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া আওয়ামী লীগ টানা তৃতীয়বারের মতো মন্ত্রিসভা গঠন করছে। এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ চার নারীকে মন্ত্রী হিসেবে রাখা হয়েছে। প্রধানমন্ত্রী বাদে রয়েছেন একজন পূর্ণমন্ত্রী, একজন প্রতিমন্ত্রী ও একজন উপমন্ত্রী।

রোববার (৬ জানুয়ারি) বিকেলে নতুন মন্ত্রিসভা গঠন উপলক্ষে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মাদ শফিউল আলম এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীসহ পূর্ণমন্ত্রী রয়েছেন শুধু ডা. দীপু মনি।

২০০৮ সালে মন্ত্রিপরিষদের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা ডা. দীপু মনি এবার পেয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব। এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন নুরুল ইসলাম নাহিদ।  

আর প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে বেগম মন্নুজান সুফিয়ান।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে বেগম হাবিবুন নাহারের নাম ঘোষণা করা হয়েছে।

বিদায়ী মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীসহ পূর্ণমন্ত্রী ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। আর প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে ইসমত আরা সাদেক, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে বেগম মেহের আফরোজ চুমকি ও তথ্য মন্ত্রণালয়ে তারানা হালিম।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৯
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।