ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে বিদেশি পিস্তলসহ দুই সহোদর গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৯
টাঙ্গাইলে বিদেশি পিস্তলসহ দুই সহোদর গ্রেফতার গ্রেফতারকৃত সুমন কুমার ভৌমিক ও সুব্রত ভৌমিক

টাঙ্গাইল: টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পিরোজপুর এলাকা থেকে বিদেশি পিস্তলসহ দুই ভাইকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- পিরোজপুর এলাকার মৃত রতন ভৌমিকের ছেলে সুমন কুমার ভৌমিক (৪০) ও সুব্রত ভৌমিক (৩২)।  

মঙ্গলবার (১৫ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল পুলিশ সুপারের সভা কক্ষে প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য জানানো হয়।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আহাদুজ্জামান মিয়া জানান, সোমবার (১৪ জানুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) একটি দল উপজেলার পিরোজপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।  
 
গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসাও চালিয়ে আসছিল বলে তিনি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।