ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হাতীবান্ধায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাইভেটকার চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৯
হাতীবান্ধায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাইভেটকার চালক নিহত দুমড়ে মৃচড়ে যাওয়া প্রাইভেটকার। ছবি: বাংলানিউজ

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাইভেটকারের চালক নিহত হয়েছেন। 

শনিবার (১৯ জানুয়ারি) সকাল ৯টার দিকে লালমনিরহাট- বুড়িমারী মহাসড়কের বড়খাতা বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক শফিকুল ইসলাম (২২) নীলফামারী জেলার জলঢাকা উপজেলার নবাবগঞ্জ গ্রামের বাসিন্দা।

হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বাংলানিউজকে জানান, লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালকের মৃত্যু হয়। এসময় ট্রাক ফেলে পালিয়ে যায় চালক।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।