ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হলি আর্টিজান মামলার আসামি জেএমবির শীর্ষনেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৯
হলি আর্টিজান মামলার আসামি জেএমবির শীর্ষনেতা আটক প্রতীকী ছবি

ঢাকা: গাজীপুর বোর্ডবাজার এলাকায় অভিযান চালিয়ে জেএমবির শীর্ষ নেতা মো. মামুনুর রশিদ ওরফে রিপন ওরফে রেজাউল করিম ওরফে রেজাকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সদস্যরা।

আটক মামুন হলিআর্টিজান জঙ্গি হামলার অর্থ, অস্ত্র ও বিস্ফোরক সরবরাহকারী এবং এ ঘটনায় দায়েরকৃত মামলার চার্জশিটভুক্ত আসামি।

শনিবার (১৯ জানুয়ারি) দিনগত রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান বাংলানিউজকে জানান, আটক মামুন জেএমবির সূরা সদস্য। আটকের সময় তার কাছ থেকে নগদ দেড় লাখ টাকা উদ্ধার করা হয়েছে।  

রোববার (২০ জানুয়ারি) বেলা ১১ টায় রাজধানীর কারওয়ানবাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এর আগে শনিবার রাতে র‍্যাব-৩ এর মেজর আবদুল্লাহ আল মারুফ বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর বোর্ডবাজার এলাকা থেকে জেএমবির একজন শীর্ষ নেতাকে আটক করা হয়েছে। আটককৃত জঙ্গি নেতার বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।  

** গাজীপুরে জেএমবির শীর্ষ নেতা আটক

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৯
পিএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।