ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শহীদ আসাদ দিবসে বরিশালে আলোচনা সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৯
শহীদ আসাদ দিবসে বরিশালে আলোচনা সভা শহীদ আসাদের প্রতিকৃতিতে শ্রদ্ধা, ছবি: বাংলানিউজ

বরিশাল: শহীদ আসাদ দিবস উপলক্ষে বরিশালে বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ জানুয়ারি) বেলা ১১টায় নগরের সদর রোডের অশ্বিনী কুমার হলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় জোটের সমন্বয়ক ও বাসদ বরিশাল জেলার সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, গণসংহতি আন্দোলনের মিজানুর রহমান সেলিম, দেওয়ান আব্দুর রশিদ নিলু, জলিলুর রহমান ও সাইদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

জোটের নেতারা বলেন, শহীদ আসাদের আত্মত্যাগ উনসত্তরের আন্দোলনকে আরও বেগবান করে গণঅভ্যুত্থানে রূপ নেয়। তার আত্মত্যাগের কারণেই স্বৈরশাসক আইয়ুব খানের পতন হয়েছিলো।

এরআগে অশ্বিনী কুমার হল চত্বরে রক্ষিত উনসত্তরের আন্দোলনে শহীদ আসাদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জোটের নেতারা।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৯
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।