ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে পুলিশ পরিচয়ে ছিনতাইকালে ২ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৯
ঝিনাইদহে পুলিশ পরিচয়ে ছিনতাইকালে ২ যুবক আটক

ঝিনাইদহ: ঝিনাইদহ শহরে পুলিশ পরিচয়ে এক গৃহিনীর কাছ থেকে ছিনতাই করার সময় ২ যুবককে আটক করেছে পুলিশ। 

রোববার (২০ জানুয়রি) বিকেলে শহরের পোস্ট অফিস মোড় থেকে তাদের আটক করা হয়।  

আটকরা হলেন- শহরের চাকলাপাড়া এলাকার আব্দুল করিমের ছেলে কিরণ হোসেন (২৬) ও গিতাঞ্জলী সড়কের সাহবুল আলমের ছেলে কাঞ্চন আহমেদ (২৯)।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান খান বাংলানিউজকে জানান, শৈলকুপা উপজেলার মাইলমারি গ্রামের গৃহিনী মেমে আক্তার দেবরের সঙ্গে ঝিনাইদহ শহরে পোশাক কিনতে আসেন। তারা শহরের পোস্ট অফিস মোড়ে এলে কিরন ও কাঞ্চন নিজেদের পুলিশ পরিচয় দিয়ে মেমে আক্তারকে একটি ইজিবাইকে তুলে নগদ দুই হাজার টাকা ও গহনা ছিনিয়ে নেয়। এ সময় ওই গৃহিনী চিৎকার করলে পাশে থাকা সদর থানার পুলিশ ওই দুই যুবককে আটক করে।

আটক দুই যুবক দীর্ঘদিন ধরে শহরে এ ধরনের কাজ করে আসছিলেন বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।