ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘ-বাংলাদেশ যৌথভাবে কাজ করবে

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৯
রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘ-বাংলাদেশ যৌথভাবে কাজ করবে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ইয়াং হি লি

ঢাকা: রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘ ও বাংলাদেশ যৌথভাবে কাজ করবে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ইয়াং হি লি।

রোববার (২০ জানুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন তিনি।  

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে অবস্থান করা রোহিঙ্গা শরণার্থীদের সর্বশেষ পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচন হয়।

এসময় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলেও জানান ইয়াং হি লি। সোমবার (২১ জানুয়ারি) কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন তিনি।  

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ইয়াং হি লি রোহিঙ্গা পরিস্থিতি দেখতে শনিবার (১৯ জানয়ারি) ছয়দিনের সফরে ঢাকায় এসেছেন। তিনি থাইল্যান্ড থেকে বাংলাদেশ সফরে  আসেন। থাইল্যান্ডেও রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন জাতিসংঘের বিশেষ এ দূত।  

বাংলাদেশ সফরকালে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ছাড়াও সরকারি-বেসরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন ইয়াংহি লি।                         

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৯ 
টিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।