ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জামুকায় নতুন ডিজি, তথ্য কমিশনে সচিব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৯
জামুকায় নতুন ডিজি, তথ্য কমিশনে সচিব

ঢাকা: বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেনকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) মহাপরিচালক নিয়োগ দিয়েছে সরকার।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগে সংযুক্ত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. ভূবন চন্দ্র বিশ্বাসকে ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ অতিরিক্ত সচিবের আরো কয়েক পদে রদবদল এনে রোববার (২০ জানুয়ারি) আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।  

আদেশে বলা হয়েছে, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. তৌফিকুল আলমকে তথ্য কমিশনের সচিব করা হয়েছে।

স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. মোস্তাক হাসানকে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন।  

বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির পরিচালক (অতিরিক্ত সচিব) ড. পিয়ার মোহাম্মদকে বাংলাদেশ সভিল সার্ভিস প্রশাসন একাডেমির এমডিএস করা হয়েছে।

মুদ্রণ ও প্রকাশনা অধিদফতরের পরিচালক মুহাম্মদ আল-আমিনকে জাতীয় সংসদ সচিবালয়ে বদলি করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৯
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।