ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

লাখাইয়ে ঋণখেলাপি মামলায় গ্রেফতার ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৯
লাখাইয়ে ঋণখেলাপি মামলায় গ্রেফতার ১

হবিগঞ্জ: হবিগঞ্জের লাখাইয়ে ঋণখেলাপি মামলায় সুরুজ মিয়া (৪৬) নামে পরোয়ানাভুক্ত এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২০ জানুয়ারি) সন্ধ্যায় লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সুরুজ উপজেলার তেঘরিয়া গ্রামের মৃত ওয়ারিশ মিয়ার ছেলে।

 

ওসি এমরান হোসেন বাংলানিউজকে জানান, ২০০৯ সালে একটি ব্যাংকে ৬ লাখ টাকা ঋণখেলাপির অভিযাগে আদালতে মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর থেকে সুরুজ মিয়া পলাতক ছিলেন। পরে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার (২১) জানুয়ারি তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।