ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঈশ্বরদীতে চিকিৎসাধীন অবস্থায় আহত শ্রমিকের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৯
ঈশ্বরদীতে চিকিৎসাধীন অবস্থায় আহত শ্রমিকের মৃত্যু ঈশ্বরদীতে চিকিৎসাধীন অবস্থায় আহত শ্রমিকের মৃত্যু

পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের গ্রিনসিটিতে গুরুতর আহত হওয়া  রাসেল বিশ্বাস (২৫) নামে এক শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রোববার (২০ জানুয়ারি) রাত ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মারা গেছেন। তার আগে উপজেলার সাহাপুর ইউনিয়নের নতুনহাট এলাকায় নির্মানাধীন গ্রিন সিটি এলাকায় লোহার পাইপ মাথায় পড়ে গুরুতর আহত হন।

সে ঈশ্বরদী উপজেলার লক্ষিকুণ্ডা ইউনিয়নের দাদাপুর গ্রামের হায়দার বিশ্বাসের ছেলে।

লক্ষিকুণ্ডা ইউনিয়ন পরিষদের ৪নং ইউপি সদস্য জিয়াউল হক জিয়া বাংলানিউজকে জানান, রাসেল ট্রলিতে ইট টানার কাজ করতেন। রোববার দুপুরে কাজ করার সময় গ্রিন সিটির পদ্মা কোম্পানির নির্মানাধীন ২০ তলা একটি ভবন থেকে বিশাল আকৃতির লোহার পাইপ তার মাথার ওপর পড়ে। এসময় মারাত্মক আহত হলে স্হানীয়রা তাকে দ্রুত ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।  সেখানে অবস্হার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজে নেওয়া হলে কতব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে।

ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সের কতব্যরত চিকিৎসক ও মেডিকেল অফিসার তাসনীম তামান্না স্বর্না বাংলানিউজকে জানান, আহত শ্রমিকের মাথায় গুরুতর আঘাত লাগার কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। অবস্হার অবনতি দেখে তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।         

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী বাংলানিউজকে বলেন, নিহত শ্রমিকের মরদেহ এখনো এসে পৌঁছায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০০৫৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৯
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।