ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নেত্রকোণায় হত্যা মামলায় বাবা-ছেলেসহ গ্রেফতার ৫

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৯
নেত্রকোণায় হত্যা মামলায় বাবা-ছেলেসহ গ্রেফতার ৫ হত্যা মামলায় বাবা-ছেলেসহ গ্রেফতার ৫

নেত্রকোণা: নেত্রকোণা সদরের নারায়ণপুর গ্রামের বাসিন্দা ওষুধ বিক্রেতা মো. হাদিছ মিয়া (৪৮) হত্যার ঘটনায় বাবা-ছেলেসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২০ জানুয়ারি) রাতে নিহতের ছেলে অটোরিকশা চালক মো. মিজানুর রহমানের দায়ের করা একটি মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- আব্দুল গফুরের ছেলে সামছুল হক, আব্দুল আলীর ছেলে লালন মিয়া, কাছম আলীর ছেলে বাচ্চু মিয়া এবং মো. রুবেল হোসেন ও তার বাবা আব্দুল মজিদ।

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন খান বাংলানিউজকে জানান, শনিবার (১৯ জানুয়ারি) সকালে দীঘলা চাতালকোণা বাজারের পাশে একটি ফসলের জমি থেকে হাদিছ মিয়ার মরদেহ উদ্ধার করা হয়।  

রোববার সন্ধ্যায় নিহতের ছেলে মিজানুর রহমান নেত্রকোণা মডেল থানায় ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে এ মামলায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০২০৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৯
পিএম/এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।