ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় কষ্টি পাথরের শিবমূর্তি উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৯
গাইবান্ধায় কষ্টি পাথরের শিবমূর্তি উদ্ধার

গাইবান্ধা: গাইবান্ধা সদর উপজেলা থেকে ৩০০ বছরের পুরনো কষ্টি পাথরের একটি শিবমূর্তি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলার বাদিয়াখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাফায়েতুল হক পাভেল পুলিশের কাছে মূর্তিটি হস্তান্তর করেন।

চেয়ারম্যান সাফায়েতুল হক পাভেল বাংলানিউজকে বলেন, রামনাথের ভিটা গ্রামের আজগর আলীর ছেলে নদীতে গোসল করতে গিয়ে শিবমূর্তিটি দেখতে পেয়ে বাড়িতে নিয়ে আসেন।

পরে সে মূর্তিটি আমার কাছে জমা দেয়। দুপুরে ইউনিয়ন পরিষদের অফিস থেকে মূর্তিটি সদর থানায় নিয়ে যাওয় হয়।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার বাংলানিউজকে বলেন, মূর্তিটি প্রায় ৩০০ বছরের পুরনো ১৭১৭ সালের। ধারনা করা হচ্ছে এটির মূল্য কোটি টাকার উপরে। তবে পরীক্ষা-নিরীক্ষার পর এটি কষ্টি পাথরের কিনা তা বোঝা যাবে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।