ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে ছোরা-খেলনা পিস্তল জব্দ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৯
সিলেটে ছোরা-খেলনা পিস্তল জব্দ ছোরা ও খেলনা পিস্তল জব্দ। ছবি: বাংলানিউজ

সিলেট: সিলেটে একটি দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ছোরা ও খেলনা পিস্তল জব্দ করেছে পুলিশ। 

মঙ্গলবার (২২ জানুয়ারি) দুপুরে শহরের আল হামরা মার্কেটের নীচতলায় স্মাইলি ফ্যাশন নামে একটি দোকানে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।
 
সিলেটের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিয়া বাংলানিউজকে বলেন, স্মাইলি ফ্যাশন নামক দোকানটি থেকে বিক্রির জন্য রাখা ছয়টি খেলনা পিস্তল ও বিভিন্ন প্রকারের অন্তত ৪০টি ছোরা জব্দ করা হয়েছে।


 
সিলেট নগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) জেদান আল মুছা বাংলানিউজকে বলেন, এসব খেলনা পিস্তুল ও ছোরা কিনে দুস্কৃতিকারীরা ছিনতাইয়ে ব্যবহার করেন। যে কারণে দোকানগুলোতে অভিযান চালানো হচ্ছে। এখন থেকে পর্যায়ক্রমে এসব দোকানগুলোতে অভিযান অব্যাহত রাখা হবে।
 
বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৯
এনইউ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।