ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে শিশু অপহরণকারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৯
জয়পুরহাটে শিশু অপহরণকারী আটক আটক মাহফুজুল।ছবি: বাংলানিউজ

জয়পুরহাট: জয়পুরহাট শহরে এক শিশু শিক্ষার্থীকে অপহরণ করে পালানোর সময় মাহফুজুল নামে এক অপহরণকারীকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে। আটক মাহফুজুল জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বটতলী মুন্সিপাড়া গ্রামের বাসিন্দা।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোমিনুল হক বাংলানিউজকে জানান, মঙ্গলবার শহরের বাবুপাড়া মহল্লার মনোয়ার হোসেনের মেয়ে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মুনিয়াতুন জান্নাত স্কুলে যাচ্ছিল। পথে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের রাস্তা থেকে তাকে অপহরণ করে রিকশায় তুলে পালিয়ে যাচ্ছিল অপহরণকারী। এ সময় সদর উপজেলার আউশগাড়া নামক স্থানে অপহরণকারীদের হাত থেকে পালিয়ে পথচারীর কাছে আশ্রয় নেয় শিশুটি।  

স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে এবং অপহরণকারীকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে সদর থানায় মামলা করেছে।  

আটক অপহরণকারীর বিরুদ্ধে সদর ও অন্যান্য থানাসহ ৬টিরও বেশি অপহরণ মামলা রয়েছে বলে জানান জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোমিনুল হক।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।