ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

ইয়াবাসহ গ্রেফতারের পর পুলিশের এসআই প্রত্যাহার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৯
ইয়াবাসহ গ্রেফতারের পর পুলিশের এসআই প্রত্যাহার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকায় সালাউদ্দিন দেওয়ান (৫০) নামের সাবেক ফুটবলারকে ইয়াবাসহ ফাঁসিয়ে দেওয়ার অভিযোগে সদর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) নাজমুলকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। 

মঙ্গলবার (২২ জানুয়ারি) দুপুরে তাকে প্রত্যাহার করে শহরের মাসদাইরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে নেওয়া হয়।  

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, মূলত প্রশাসনিক কারণে এসআই নাজমুলকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

 

জানা গেছে, ২০ জানুয়ারি রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। ওই সময় শহরের পাইকপাড়ার নিজ বাড়ি থেকে সালাউদ্দিনকে আটক করে থানায় নিয়ে আসে সদর মডেল থানা পুলিশ। পরবর্তীতে তাকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার দেখায় পুলিশ। সোমবার (২১ জানুয়ারি) তাকে আদালতে পাঠালে আদালত সালাউদ্দিনকে কারাগারে পাঠায়।

সদর থানায় আটক থাকা অবস্থায় সালাউদ্দিন দেওয়ান জানিয়েছিলেন, রোববার (২০ জানুয়ারি) দিনগত রাত ১টায় তাকে ঘুম থেকে তুলে এনে মাদকের মামলা দিয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৯
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।