ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

শ্রীমঙ্গলে বাস-ট্রাক সংঘর্ষে আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৯
শ্রীমঙ্গলে বাস-ট্রাক সংঘর্ষে আহত ১০

মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাস ও ট্রাকের সংঘর্ষে বাসের অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। 

মঙ্গলবার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার উত্তরসূর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হবিগঞ্জ থেকে সিলেটগামী যাত্রীবাহী একটি বাস উত্তরসূর এলাকার পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে মালবাহী একটি ট্রাক বাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের অন্তত ১০ যাত্রী আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস এবং পুলিশ সদস্যরা যাত্রীদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।  

শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দু’টিকে আটক করেছে সাতগাঁও হাইওয়ে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।