রোববার (২০ অক্টোবর) সচিবালয়ে সমসাময়িক রাজনৈতিক ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ কথা বলেন।
শনিবার (১৯ অক্টোবর) বরিশালে এক অনুষ্ঠানে রাশেদ খান মেনন বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা ভোট দেয়নি।
ওবায়দুল কাদরে বলেন, আমার প্রশ্ন হচ্ছে এত দিন পরে কেন, এই সময়ে কেন? নির্বাচনটা তো অনেক আগে হয়েছে। আমার আরেকটা প্রশ্ন সবিনয়ে- উনি একজন সিনিয়র লিডার, মন্ত্রী হলে কি তিনি একথা বলতেন? আর কোনো কিছু বলতে চাই না।
ক্যাসিনো ক্লাবের সঙ্গে রাশেদ খান মেননের নাম নাম আসার কারণে কী আক্ষেপ থেকে এ ধরনের কথা বলেছেন- প্রশ্নে কাদের বলেন, সেটা তাকে জিজ্ঞাস করুন। তিনি ক্যাসিনোকাণ্ডের অভিযানের সময়ে কেন একথা বললেন, এর আগে বললেন না কেন? যখন ইলেকশন হলো তার পরে তো বলতে পারতেন। আমি ওই প্রসঙ্গে যাব না।
উনি (ররাশেদ খান মেনন) শপথ ভেঙেছেন কী-না, উনিও তো শপথ নিয়ে সংসদে গেছেন- এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, এ প্রশ্নটা তাকে করুন।
আনুষ্ঠানিকভাবে তার কাছে এ বিষয়ে জানতে চাইবেন কী-না- প্রশ্নে বলেন, আমাদের ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম সাহেব। যদি বলে নিশ্চয়ই তিনি প্রশ্নের মুখোমুখি তো হবেনই।
**আমি সাক্ষী, গত নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি: মেনন
বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৯
এমআইএইচ/এসএইচ