রোববার (২১ অক্টোবর) দিনগত রাতে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মহিষভাঙ্গা শখের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জহুরা বেগম মহিষভাঙ্গা দক্ষিণপাড়া গ্রামের মো. শখের আলীর স্ত্রী।
বনপাড়া হাইওয়ে থানার সার্জেন্ট মো. সরোয়ার আলম বাংলানিউজকে জানান, রাত ১০টার দিকে জহুরা বেগম পাশের বাড়ি যাওয়ার উদ্দেশে নিজ বাড়ি থেকে বের হয়ে বনপাড়া- হাটিকুমরুল মহাসড়ক পার হয়ে হচ্ছিলেন। এ সময় একটি মাইক্রোবাস তাকে চাপা দিলে গুরুতর আহত হন তিনি। পরে স্বজনরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।
বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
আরএ