মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ৮টার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুনুর রশিদ বাংলানিউজকে জানান, মীরেরবাজার নারায়ণপুল এলাকায় আল রাজি পলিমার ইন্ডাস্ট্রিজ নামে একটি ফোম তৈরির কারখানায় আগুন লাগে।
আগুনে কারখানার যন্ত্রপাতি ও ফোম পুড়েছে জানিয়ে তিনি আরো বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।
বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
আরএস/এফএম/