সোমবার (২১ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের কুঠিপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুর গ্রামের শামসুদ্দীনের ছেলে জিয়া (৪০) ও একই উপজেলার মাঝগ্রামের কেরামত সরদারের ছেলে হাসান (৩০)।
আহত শফি সরদার (৪০) কুমারখালী উপজেলার খোর্দবন গ্রামের এসকেন সরদারের ছেলে।
স্থানীয়রা জানায়, সার্কাস দেখার উদ্দেশ্যে রাতে তিনজন মোটরসাইকেলে করে কুমারখালী থেকে পার্শ্ববর্তী রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুরে যাচ্ছিলেন। পথে উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের কুঠিপাড়া মোড়ে চালক নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই জিয়া নামে এক আরোহীর মৃত্যু হয়। অপর আরোহী শফিকে উদ্ধার করা গেলেও মোটরসাইকেল চালক হাসান পুকুরে তলিয়ে নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তার মরদেহ উদ্ধার করে।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
আরএ