ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
যশোরে ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র নিহত

যশোর: যশোরে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় মইদুল ইসলাম (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ১০টার দিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের সদর উপজেলার শানতলা গেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মইদুল পিরোজপুর জেলার তপসিডাঙ্গা এলাকায় মাহাবুব রহমানের ছেলে ও যশোর দাউদ পাবলিক স্কুলের ৭ম শ্রেণির ছাত্র।

তার বাবা যশোর ক্যান্টনমেন্টে কর্মরত আছেন।

নিহত শিক্ষার্থীর বাবা মাহাবুব হোসেন বাংলানিউজকে বলেন, বুধবার সকালে মইদুল বাইসাইকেলে স্কুলে যাচ্ছিলো, পথে শানতলায় ঝিনাইদহগামী একটি বেপরোয়া গতির ট্রাক পেছন দিক থেকে তার বাইসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা মইদুলকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
 
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. আহমেদ তারেক শামস বাংলানিউজকে বলেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে আনার আগেই মইদুলের মৃত্যু হয়।

যশোর কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বাংলানিউজকে বলেন, স্কুল শিক্ষার্থী নিহতের ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
ইউজি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।