ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

খুমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
খুমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু

খুলনা: খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত সজিব খান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) তার মৃত্যু হয়।

খুমেক হাসপাতালের আ‌বা‌সিক ফি‌জি‌সিয়ান (আরপি) ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, মৃত সজীব গোপালগঞ্জ জেলা সদরের পুটিবাড়ি এলাকার সাইদ খানের ছেলে। দুপুর সাড়ে ১২টার দিকে তাকে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যায় হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ নিয়ে খুলনায় মোট ২০ জন ডেঙ্গুরোগী মারা গেছেন।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
এমআরএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।