জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার (২২ অক্টোবর) এই নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে।
এরমধ্যে দুই অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দিয়ে পিএসসি এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পদায়ন করা হয়।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ বেলায়েত হোসেনকে সেতু বিভাগের সচিব করা হয়েছে। সেতু বিভাগের সচিব পদাধিকার বলে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক।
গত ১৩ অক্টোবর সেতু বিভাগের সিনিয়র সচিব খন্দকার আনোয়ারুল ইসলামকে নতুন মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ দেওয়া হয়।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ পেয়েছেন খুলনার বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) লোকমান হোসেন মিয়া।
দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. মোস্তাফিজুর রহমান পিএসসির সচিব হয়েছেন। পিএসসির সচিব সিদ্দীকা খানমকে অবসরে যাওয়ার সুবিধার্থে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
এমআইএইচ/এএ