ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

পদ্মায় লঞ্চ-ফেরির সংঘর্ষে আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৯
পদ্মায় লঞ্চ-ফেরির সংঘর্ষে আহত ৫

মাদারীপুর: কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটের পদ্মানদীতে লঞ্চের সঙ্গে ফেরির সংঘর্ষে পাঁচ যাত্রী আহত হয়েছেন। 

মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে। আহতদের নামপরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী লঞ্চঘাট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, শিমুলিয়া থেকে যাত্রীবাহী এমভি পীর দুদু মিয়া নামে লঞ্চটি কাঁঠালবাড়ী ঘাটের উদ্দেশ্যে আসছিল। নৌরুটের লৌহজং টার্নিং পয়েন্টের চ্যানেল অতিক্রমের সময় শিমুলিয়া গামী একটি ফেরির সঙ্গে লঞ্চের সংঘর্ষ হয়। এ সময় লঞ্চের কমপক্ষে পাঁচ যাত্রী পড়ে গিয়ে মাথাসহ বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হয়।  

ডুবোচর এড়িয়ে চলতে গিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে ঘাট সূত্রে জানা গেছে।

বিআইডব্লিউটিএ'র কাঁঠালবাড়ী ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, কাঁঠালবাড়ী আসার সময় ফেরির সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। কয়েক যাত্রী একটু আঘাত পেয়েছে। তবে মারাত্মক কিছু হয়নি। লঞ্চের পেছনের দিকের সঙ্গে ফেরির ধাক্কা লেগেছিল।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।