মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে আশুলিয়ার ভাদাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আশরাফুল গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার দক্ষিণ মরুয়াদহ গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বাংলানিউজকে জানান, বিকেলে আশুলিয়ার ভাদাইল এলাকার একটি গ্যারেজে অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার চেষ্টা করছিলেন আশরাফুল। এসময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে উদ্ধার করে তাকে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, এঘটনায় কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
এমএমইউ