জব্দ করা অবৈধ কারেন্ট জাল ধ্বংস করা হচ্ছে। ছবি: বাংলানিউজ
বরিশাল: বরিশালের বিভিন্ন নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অপরাধে ৩৮ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৪ লাখ ৯৪ হাজার একশত মিটার অবৈধ কারেন্ট জাল ও ৯০৮ কেজি জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত বরিশাল সদর, হিজলা, মেহেন্দিগঞ্জ, মুলাদী, উজিরপুর, বানারীপাড়া, বাবুগঞ্জ, বাকেরগঞ্জ ও গৌরনদী উপজেলার বিভিন্ন নদীতে এ সব অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল বাংলানিউজকে জানান, জব্দ করা জালগুলো ধ্বংস করা হয়েছে।
পাশাপাশি ইলিশ জব্দ করা মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে। এছাড়া, আটক ৩৮ জনের মধ্যে ১৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ২০ জনকে মোট এক লাখ ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
এমএস/আরআইএস/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।