মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে, একই দিন বিকেলে উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নের আমিনগঞ্জ বাইপাস সড়কের আদর্শপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আলী উপজেলার একই এলাকার টেপাটারী গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, বিকেলে বাড়ির পাশে মসজিদে নামাজ শেষে বাইসাইকেলে করে তুষভাণ্ডার বাজারের দিকে যাচ্ছিলেনন আলী। পথে ওই এলাকায় একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে রমেক হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাত হোসেন বাংলানিউজকে এ তথ্য জানান।
বাংলাদেশ সময়: ০৪১৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৯
এসআরএস