ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

রাজস্থলীতে হেডম্যান দীপময় তালুকদারকে গুলি করে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৯
রাজস্থলীতে হেডম্যান দীপময় তালুকদারকে গুলি করে হত্যা

রাঙামাটি: রাঙামাটির রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি মৌজার হেডম্যান দীপময় তালুকদারকে (৪২) গুলি করে হত্যা করা হয়েছে।  

বুধবার (২৩ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার গাইন্দা ইউনিয়নের জিরো পয়েন্ট পালাদিয়া পাড়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।  

এর আগে মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলার ২ নম্বর গাইন্দা ইউনিয়ন থেকে তাকে অপহরণ করে অস্ত্রধারী সন্ত্রাসীরা।

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সৈয়দ ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল বিকেলে দীপময় তালুকদার নামে এক হেডম্যানকে অস্ত্রের মুখে অপহরণ করে অস্ত্রধারী সন্ত্রাসীরা। বুধবার সকালে গাইন্দা ইউনিয়নের জিরো পয়েন্ট পালাদিয়া পাড়া থেকে তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।  

জানা গেছে, মঙ্গলবার বিকেলে রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি মৌজার হেডম্যান দীপময় তালুকদার তার ঠিকাদারী কাজ শেষে করে বাড়ি ফিরছিলেন। পথে উপজেলার ২ নম্বর গাইন্দা ইউনিয়নের তাইতং পাড়া থেকে একদল সন্ত্রাসী অস্ত্রের মুখে তাকে অপহরণ করে নিয়ে যায়।  

সকাল পৌনে ১০টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় এলাকাবাসী বিক্ষোভ করছেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ০৯৪৮ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।